ঢাকা ইন্সটিটিউট অফ মিউজিক এর আয়োজনে মিউজিক ইভেন্ট

আমরা কম বেশি সকলেই গান শুনতে ভালোবাসি। ভালোবাসি সুরের মূর্ছনায় হারিয়ে যেতে। কেউ পছন্দ করেন  নজরুল গীতি,রবীন্দ্র সংগীত,কেউ পছন্দ করে আধুনিক গান বা ব্যান্ডের গান। সে গান প্রিয় মানুষদের জন্য ঢাকা ইন্সটিটিউট অফ মিউজিক আয়োজন করছে এক মিউজিকাল ইভেন্ট এর।

আগামী ১৭ই জানুয়ারী ২০২০ ইং, রোজ শুক্রবার, বিকাল ৩.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ টা  পর্যন্ত  “A Musical Evening Get-together” নামে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এ উপস্থিত থাকবেন বিশেষ কিছু যন্ত্র সংগীত শিল্পী ও উচ্চাঙ্গ, রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী ।আরো  উপস্থিত থাকবেন ঢাকা ইন্সটিটিউট অব মিউজিক এর ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ফরহাদ তামজীদ আলী । প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব ফরহাদ তামজীদ আলী এর মা, মিসেস ফাতেমা আলী।

উল্লেখ্য ফরহাদ তামজীদ আলী খ্যাতিমান ‘স্পন্দন’ ব্যান্ডের ফাউন্ডার মেম্বার মৃত সাজ্জাদ আলীর পুত্র

গান প্রিয় মানুষদের জন্য আয়োজিত এ মিউজিকাল ইভেন্ট সবার জন্য উন্মুক্ত।

জানাতে পারেন। Mobile: 01917743159 স্হান: Dhaka Institute of Music ll Studio Bottola ll 281 Elephant Road, Dhaka-1205. তারিখ: 17th Jan 2020 সময়: 3.30-6.30 pm.

 

Leave a Reply

Translate »